330 million people will lose jobs in Corona

330 million people will lose jobs in Corona. The deadly coronavirus (Covid-19) has had a profound impact on the global economy. The International Labor Organization (ILO) has raised concerns that 330 million working people will be partially or completely unemployed.

The United Nations Assistance Mission in Afghanistan (ILO) said it was the worst crisis since World War II. The worst case scenario in the world is because of the Corona virus. After World War II, such a dire situation was not made.

In such a situation, the global economic situation will come to a standstill. However, the economic situation is expected to recede within the last six months of the year if it can take immediate action.

330 million people will lose jobs in Corona pic

The International Labor Organization (ILO) also said 81 percent (330 million) people in the world could be partially or completely unemployed due to the situation that has arisen.
Because people have to be locked in the house for a long time leaving the workplace. In this situation, both owners and workers will go through a crisis. In this situation, between 330 and 300 million people will lose jobs.

That is, the future of 330 million people is in uncertainty in such a difficult situation in the world.

See details below …..

330 million people will lose jobs in Corona

করোনায় চাকরি হারাবে ৩৩০ কোটি মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্ব অর্থনীতিতে যে মারাত্মক প্রভাব পড়েছে। এতে ৩৩০ কোটি কর্মক্ষম মানুষের আংশিক বা পুরোপুরি বেকার হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

জাতিসংঘের এই সহযোগী সংস্থা (আইএলও) জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সব থেকে সংকটময় দুঃসময় যাচ্ছে । বিশ্বজুড়ে এমন খারাপ পরিস্থিতি করোনা ভাইরাসের কারনেই হলো । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর তৈরী হয়নি ।

এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা থমকে দাঁড়াবে । তবে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে পারলে বছরের শেষ ছয় মাসেই অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াবে বলে আশা করা যাচ্ছে ।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আরও জানিয়েছেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বিশ্বের ৮১ শতাংশ (৩৩০ কোটি) মানুষ আংশিক অথবা পুরোপুরিভাবে বেকার হয়ে যেতে পারে । কেননা কর্মক্ষেত্র ছেড়ে দীর্ঘদিন মানুষকে ঘরে আবদ্ধ অবস্থায় থাকতে হবে । এই পরিস্থিতিতে মালিক ও শ্রমিক উভয় পক্ষই সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাবে । এহেন পরিস্থিতে ৩৩০ থেকে সাড়ে ৩০০ কোটি মানুষ চাকরি হারাবে ।

অর্থাৎ বিশ্বের এমন কঠিন পরিস্থিতিতে ৩৩০ কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তায় মধ্যে রয়েছে ।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গত বছরের ডিসেম্বর মাসে আড়াই কোটি মানুষের বেকার হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন । কিন্ত পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে, বিশ্বব্যাপী প্রায় ৩৩০ থেকে সাড়ে ৩০০ কোটি মানুষ বেকার হয়ে দারিদ্রের কবলে পড়বে ।

বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সকল উৎপাদন ,আমদানি ও রপ্তানি এবং অর্থনৈতিক সকল কর্মকান্ড বন্ধ রেখে সকলকে ঘরে আবদ্ধ অবস্থায় থাকতে বাধ্য করা হচ্ছে । এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভাইরাস সংক্রমন ঠেকাতে দেশ জুড়ে চলছে লকডাউন । মানুষের স্বাভাবিক চলাফেরার সঙ্গে সঙ্গে বন্ধ রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড।

প্রায় ৯৫% ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকাতে শ্রমিক ও মালিক বিপর্যয়ের মুখোমুখি রয়েছে । এই অবস্থায় উন্নত ও উন্নয়নশীল সকল দেশেই এ সংকট দেখা দিয়েছে ।

করোনা মহামারী পরিস্থিতির শেষ মুহূর্তে যথাপযোগী দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে পারলে ৬ মাসেই অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াবে ।

এই সংকটময় পরিস্থিতিতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিলে হয়তো এ পতন থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

330 million people will lose jobs in Corona

The International Labor Organization (ILO) predicted two million people unemployed in December last year. But the situation is so dire now that around 330 to 300 million people worldwide will be unemployed and in poverty.
All production, import and export and all economic activities are being forced to remain locked in the house to prevent coronary outbreaks worldwide. In addition, lockdown is taking place across the country to control the situation and prevent virus transmission. The economic activities of the people are stopped immediately.

About 95% of businesses are closed and workers and employers face disaster. This situation has occurred in all the developed and developing countries.

The economic situation will recede within 6 months if Corona pandemic situation can be taken promptly at the last minute.

We all need to work together in this crisis. Taking some action on an urgent basis may help prevent this collapse.

Source: Somoy TV News

Corona VirusLive UpdateBD

Click & World update of the Corona virus here

More News:

50 million people will be poor in the Corona crisis

The murderer Maazed was buried in his father-in-law’s house at night

Jamuna Television senior journalist infected with Corona virus

Japanese medicine will get corona virus free in just 7 days