Japanese medicine will get corona virus free in just 7 days

Japanese medicine will get corona virus free in just 7 days.  Research is being carried out in different countries on the invention of coronavirus or Covid-19 spread around the world. Concerned that a Japanese-made drug has shown hope.

While the Corona virus is spreading and causing panic around the world, large states of the world have not yet developed anti-vaccine or vaccine. Countries in the pursuit of science keep trying, but nobody has succeeded. Countries such as the United States of America, China, are just doing the research and testing, but have not been able to develop preventive measures yet.

corona virus pic

Japan showed some hope at that moment. Researchers in Japan claim they have discovered a drug called ‘avigan’. After serving, the person suffering from the corona virus will recover.

An anti-coronavirus test has succeeded a drug called ‘Avigan’. A group of Japanese researchers have claimed that in just seven to nine days, a patient can be healed by taking this drug.

See details below …..

Japanese medicine will get corona virus free in just 7 days

মাত্র 7 দিনে করোনা ভাইরাসমুক্ত হবে ‘আভিগান’ জাপানি ওষুধে

৭ দিনে করোনামুক্ত জাপানি ওষুধে । বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রতিষেধক উদ্ভাবনে গবেষণা চলছে বিভিন্ন দেশে। এর মধ্যে জাপানের তৈরি একটি ওষুধ আশার আলো দেখিয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।

বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাস বায়ু দূষণের মত ছড়িয়ে পড়ছে এবং আতঙ্ক সৃষ্টি করছে তখনো বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো এর প্রতিষেধক উদ্ভাবন বা ভ্যাকসিন তৈরী করতে পারেনি এখনো । বিজ্ঞানের দিকে এগিয়ে থাকা দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সফল হতে পারেনি কেউ । আমেরিকা যুক্তরাষ্ট্র, চীনের মত দেশগুলোও শুধু গভেষণা আর পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছে কিন্তু প্রতিষেধক উদ্ভাবন  করতে পারেনি এখনও পর্যন্ত ।

ঠিক তখনি কিছু আশার আলো দেখালো জাপান । জাপানের গবেষকদের দাবী তারা পরীক্ষা – নিরীক্ষা করে ‘আভিগান’ নামে একটি ওষুধ আবিষ্কার করেছে । যা সেবনের পর করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে উঠবে ।

করোনাভাইরাস প্রতিরোধে এক পরীক্ষায় সাফল্য এনে দিয়েছে ‘আভিগান’ নামে একটি ওষুধ। একদল জাপানি গবেষক এমন দাবি করে জানিয়েছে, মাত্র সাত থেকে নয় দিনে একজন রোগী সুস্থ হয়ে যেতে পারেন এই ওষুধ গ্রহণের মাধ্যমে।

জাপানের গবেষকরা ওষুধটি ১২০ জন রোগীর ওপর এটি প্রয়োগ করেছেন। সেখান থেকে অনেকেই ইতিমধ্যে সুস্থ্য হয়ে ফিরেছেন । এর মধ্যে ৩০ বছর বয়সী এক রোগীর ওপর আভিগান প্রয়োগ করার পর তিনি মাত্র ৭ দিনে সুস্থ হয়ে উঠেছেন।

গবেষক দল আরও বলছে, সন্তানসম্ভবা নারীদের এ ওষুধ প্রয়োগে নেতিবাচক ফলাফল আসতে পারে, এমন আশঙ্কায় তাদের ওপর এটি প্রয়োগ করা হয়নি।

তবে আভিগানের সঙ্গে তারা আরেকটি ওষুধ প্রয়োগ করেছেন। জাপানের চিকিৎসায় চলমান “ওরভোসকো” নামের ওষুধের সঙ্গে আভিগানের যৌথ প্রয়োগ করেন একজন মধ্যবয়সী রোগীর ওপর। তিনি মাত্র ৯ দিনে সুস্থ হয়ে গেছেন।

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ঘুরছিল । এই খবর পেয়ে হাজারও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে । মনের মধ্যে একটু হলেও সাহস যোগানোর কথা বলছেন অনেকেই । মানুষের মধ্যে একটু হলেও করোনা আতঙ্ক কমেছে । জাপানের এই সংবাদটি কতটা সত্যি হিসেবে মানুষকে সাহায্য করবে সেটা এখনো নিশ্চিত না ।

Japanese medicine will get corona virus free in just 7 days

Researchers in Japan applied the drug to 120 patients. Many of them are already recovering. Of these, he is recovering in just 7 days after applying a Avignon to a 30-year-old patient.

Researchers also say that applying the drug to pregnant women may have negative consequences for them.

However, they applied another drug with Avigan. Avignon applied to a middle-aged patient with a drug called “Oravosco” underway in Japan. He was healed in just 7 days.

For the past few days, the issue has been circulating through social media. Thousands of people are breathing sigh of relief at the news. There are a few in the mind but many are talking about courage. Although there is little among the people, the fear of Corona has decreased. Not sure how true this news in Japan will help people.

 Source: Online/ Somoy TV News

Corona VirusLive UpdateBD

Click & World update of the Corona virus here

More News:

94 people infected with Corona virus in Bangladesh in 24 hours And died 06

The holiday was again extended till 25 April

HSC examiner dies in fever-breathing in Comilla