100 crores allocated for doctors

100 crores allocated for doctors. Prime Minister Sheikh Hasina has announced an allocation of Tk 100 crore for the special honors of doctors. He made the announcement while addressing the nation on Monday evening (April 13) on the first day of Baisakh 1427.

Doctors around the world have been honored above many. Doctors and nurses are battling the corona virus worldwide. They are serving the world in exchange for their lives. Doctors and nurses have discovered their religion in the service of leaving their families and relatives.

100 crores allocated for doctors pic

Doctors and nurses are floating around the world in praise. He proved himself as a warrior with so much dedication. Numerous doctors and nurses have lost their lives in various countries. Yet these real world heroes are not leaving behind. Fighting the Corona virus by betting their lives, it is these warriors who are showing the best of humanity on earth.

In this difficult time of the country, doctors are giving hope. And for this reason, the Prime Minister Sheikh Hasina has allocated Tk 100 crore as a reward for doctors.

He also urged all to celebrate the New Year at home.

100 crores allocated for doctors

চিকিৎসকদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ

চিকিৎসকদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ । চিকিৎসকদের বিশেষ সম্মানী বাবদ ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় (১৩ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

বিশ্বজুড়ে চিকিৎসকদের সম্মান দেওয়া হয়েছে অনেক উপরে । বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সাথে যোদ্ধ করছে ডাক্তার ও নার্সরা । নিজেদের জীবনের বিনীময়ে সেবা দিয়ে যাচ্ছে বিশ্ববাসিকে । নিজের পরিবার ও আত্নীয়-স্বজন ছেড়ে সেবা করার মধ্যেই নিজের ধর্মকে খোজে নিয়েছেন ডাক্তার ও নার্সরা ।

বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন ডাক্তার ও নার্সরা। এতবড় বিশর্জন দিয়ে নিজেদের যোদ্ধা হিসেবে প্রমান করেছেন । বিভিন্ন দেশে অসংখ্যা ডাক্তার ও নার্স প্রাণ হারিয়েছে চিকিৎসা দিতে গিয়ে । তবুও পিছিয়ে যাচ্ছেনা এই সত্যিকারের বিশ্ব নায়কেরা । নিজেদের জীবন বাজি রেখে করোনা ভাইরাসের সাথে যোদ্ধ করা এই যোদ্ধারাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানবতার প্রমান রেখে যাচ্ছে ।

দেশের এই কঠিন সময়ে ডাক্তাররাই ভরশা দিয়ে আশা জাগাচ্ছে । আর এই কারনেই ডাক্তারদের পুরষ্কার হিসেবে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনা ।

এছাড়া এ সময় তিনি সবাইকে ঘরে বসে নববর্ষ পালন করতে আহ্বান জানান।

Source: Somoy TV News

Corona VirusLive UpdateBD

Click & World update of the Corona virus here

More News:

Corona: Switzerland will give 25 crores to Bangladesh

330 million people will lose jobs in Corona

50 million people will be poor in the Corona crisis

The murderer Maazed was buried in his father-in-law’s house at night