Mobile court in disguise of the farmer

Mobile court in disguise of the farmer. A mobile court has given a man two months in jail for violating government orders in Faridpur.It is reported that the passenger crossing at Gopalpur-Mainot Ferry Ghat has been closed due to government directive due to the Corona virus. However, many do not obey this directive. There were allegations that people were being transported in a jail boat by disobeying government orders.

A number of local people have been traveling in a courtroom on several occasions after receiving multiple allegations that people are crossing the river with a boat.

Mobile court in disguise of the farmer pic

In such cases exceptional initiatives are taken to catch the accused. Executive farmer Imdadul Haque Talukder launched a raid on the farmer’s disguise.

On Friday (April 17th), the mobile court headed by Assistant Commissioner (Land) and Executive Officer Imdadul Haque Talukder.

On Friday afternoon, the farmer’s kazi house, with lunge-lingers and towels, worked in the almond field adjacent to the ghat. Along with his other companions, he worked in the field with various disguises. Around 4pm, the executive officer, who was disguised as a passenger boat boat in the ghat, arrested the accused.

A mobile court sentenced him to two months rigorous imprisonment for violating section 37 of the Disaster Management Act 2012 for disobeying government orders.

Mobile court in disguise of the farmer

কৃষকের ছদ্মবেশে ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি নির্দেশ অমান্য করে জেলে নৌকায় যাত্রী পারাপারে জড়িত থাকায় এক ব্যক্তিকে দুই মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, করোনা ভাইরাসের কারনে সরকারি নির্দেশে গোপালপুর-মৈনট ফেরি ঘাটে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে এই নির্দেশনা মানছে না অনেকেই । সরকারি নির্দেশ অমান্য করে জেলে নৌকায় মানুষ পারাপার করা হয় এমন অভিযোগ ওঠে । স্থানীয় কয়েকজন ব্যক্তি জেলে নৌকা নিয়ে মানুষ পারাপার করছে এমন একাধিক অভিযোগ পেয়ে কয়েকবার ভ্রাম্যমান আদালত অভিযান চালালেও অভিযুক্তরা ধরাছোয়ার বাইরে থেকে যায় ।

এমন পরিস্থিতিতে অভিযুক্তদের হাতেনাতে ধরার জন্য ব্যতিক্রমি উদ্যোগ নেওয়া হয় । কৃষকের ছদ্ধবেশ নিয়ে অভিযান চালায় নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার।

শুক্রবার বিকেলে লুঙ্গি-গেঞ্জি ও গামছা নিয়ে কৃষকের বেশে কাজী বাড়ি ঘাট সংলগ্ন বাদাম ক্ষেতে কাজ করতে থাকেন । সাথে তার অন্যন্য সঙ্গীরাও বিভিন্ন ছদ্মবেশ নিয়ে ক্ষেতে কাজ করতে থাকেন। বিকেলে ৪টার দিকে একটি জেলে নৌকা যাত্রীসহ ঘাটে আসলে সেখানে ছদ্মবেশে থাকা নির্বাহী হাকিম অভিযুক্তকে হাতে নাতে আটক করেন।

সরকারি নির্দেশ অমান্য করায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

 Source: Online/ Somoy TV News

Corona VirusLive UpdateBD

Click & World update of the Corona virus here

More News:

Maha Ramadan and Iftar Schedule 2020

Three million people can die of starvation – fear the WFP

If you go out with a bike for no reason you have to do 8 hours of duty with the Polish

Army car overturned to save rickshaw And one died