Coronavirus made in China’s lab – Scientists first infected: Britain

Coronavirus made in China’s lab – Scientists first infected: Britain. Experts, however, claim that germs spread from the animal’s body. If so how is China controlling this corona virus? Where the global death toll is increasing, how is the death toll so low? The situation in China is now normal.

Lockdown makes take place on April 08 from different cities in China. The mortality rate has dropped to zero. But the virus is spreading like air pollution in some of the world’s most powerful states. There is a death toll running every minute. There is no way a country can control this infection. Time is running out of absolute fear. There, China is now back to normal.

china Corona virus pic

Today, the United States, the most powerful country in the world, has become a ghostly country. There is no way the virus can control or prevent it. It is thought that China wants to own the power that the United States has exercised worldwide. And because of this, it also created the virus by protecting it with utmost secrecy. Chinese scientists were attacked as an experiment and spread to different cities and countries.

See details below ….

Coronavirus made in China’s lab – Scientists first infected: Britain

করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি – বিজ্ঞানীরা প্রথম সংক্রামিত: ব্রিটেন

মরণঘাতী করোনাভাইরাস গত বছর ৩১ ডিসেম্বর চীন থেকে ছড়িয়ে সারা বিশ্বে মহামারী আকার ধারণ করে। এরপর ভাইরাসটি চীনের জৈব আবিষ্কার বলে দাবি করে আমেরিকা, ইসরায়েল ও ইরান। এবার তিন দেশের দাবির সঙ্গে সুর মেলালো ব্রিটেনসহ পুরো বিশ্ব ।

যদিও বিশেষজ্ঞদের দাবি, প্রাণীদেহ থেকেই ভয়ঙ্কর রোগের জীবাণু ছড়িয়েছে। যদি তাই হয় তাহলে কিভাবে চীন এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করছে ? যেখানে বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল প্রতিনীয়ত বেড়েই চলেছে সেখানে মৃত্যুর সংখ্যা এত কম হয় কিভাবে ? চীনের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে ।

০৮ এপ্রিল চীনের বিভিন্ন শহর থেকে লকডাউন তোলে নেওয়া হয়েছে । মৃত্যুর হার শূন্য কোঠায় নেমে এসেছে । অথচ বিশ্বের বড় বড় শক্তিশালী রাষ্টে বায়ু দূষণের মত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস । প্রতি মিনিটে চলছে মৃত্যুর মিছিল । কোন ভাবেই কোন দেশ এই সংক্রমনটি নিয়ন্ত্রণ করতে পারছে না । প্রতিনীয়ত ভয়-ভীতির মধ্য দিয়ে সময় যাচ্ছে । সেখানে চীন এখন পূর্বের মতই স্বাভাবিক অবস্থায় রয়েছে ।

বিশ্বের সব থেকে শক্তিশালী ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রও আজ ভুতুড়ে দেশে পরিনত হয়েছে । সেখানেও এই ভাইরাস কোনো ভাবেই নিয়ন্ত্রণ করতে বা প্রতিরোধ করতে পারছেনা । ধারনা করা যাচ্ছে , বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে ক্ষমতার প্রভাব বিস্তার করেছিল সেই ক্ষমতার মালিক হতে চাইছে চীন । আর সেকারনেই অত্যন্তত গোপনীতা রক্ষা করেও এই ভাইরাস সৃষ্টি করেছে । এক্সপেরিমেন্ট হিসেবে দেখতে গিয়ে  চীনা বিজ্ঞাণীরাই আক্রান্ত হয় এবং সেখান থেকেই ছড়িয়েছে বিভিন্ন শহর ও দেশে ।

এর আগে হোয়াইট হাউসে টাস্কফোর্স আলোচনা সভায় এমন অভিযোগ জানিয়েছিল। এবার তাদের সঙ্গে সুর মিলালো ব্রিটেন। দেশটিতে করোনা পরিস্থিতি সামাল দিতে জরুরি কমিশন গঠন করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটেনের সংবাদপত্র ‘ডেইলি মেইল’ কোবরা কমিশনের এক কর্মকর্তাকে উদ্ধৃতি করে লিখেছে, ‘বিজ্ঞানীরা যতই বলুন, উহান প্রদেশের গবেষণাগারে জীবাণু তৈরির তথ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

বিট্রেনের এমন অভিযোগ ভিত্তিহীন বলেছেন ব্রিটেনের চীনা দূতাবাস। দেশটিতে চীনা রাষ্ট্রদূত বলেছেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিশ্বের এই করুন পরিনতি নিয়ে চীনও খুব দুশ্চিন্তায় । বরং চিন বিশ্বের প্রতিটি দেশকে সাহায্যের চেষ্টা করে চলেছে । তাদের এই চেষ্টাকে সম্মান না দিয়ে বরং অপমান করা হচ্ছে এই অভিযোগটি করে ।

চীনের উহানে গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ডেইলি মেইল ২০১৮ সালে চীনের সংবাদপত্র পিপলস ডেইলি চায়নার একটি প্রতিবেদনের কথা তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীনের ভাইরোলজি ইন্সটিটিউট ইবোলার চেয়ে ভয়ংকর এক জীবাণু নিয়ে গবেষণা করছে। তাই ধারনা করা যাচ্ছে এই সেই জীবানুর তৈরী করোনা ভাইরাস । যা চীনের ল্যাব থেকেই তৈরি হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে । পুরো বিশ্বের অর্থনীতিকে থমকে দিয়েছে ।

করোনাভাইরাস জৈব অস্ত্র দাবি করে বক্তব্য রেখেছিলেন ইসরায়েলি ও মার্কিন বিজ্ঞানীরা।
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংগঠনেরও অন্যতম নেতা ইউনিভার্সিটি অব ইলিনয়েস কলেজের আইনের অধ্যাপক ড. ফ্রান্সিস বয়েল বলেন, তার উদ্যোগেই ১৯৮৯ সালে ‘বায়োলজিক্যাল ওয়েপনস অ্যান্টি-টেররিজম অ্যাক্ট’ বিল পাশ হয়। নোভেল করোনাভাইরাস যে নিছকই কোনো ভাইরাসের সংক্রমণ নয়, সে বিষয়ে আগেও মুখ খুলেছিলেন ড. ফ্রান্সিস।

ইজরায়েলি গোয়েন্দা ও মাইক্রোবায়োলজিস্টদের দাবির সমর্থন জানিয়েই ড. ফ্রান্সিস বয়েল বলেন, উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজির বায়োসেফটি লেভেল ফোর ল্যাবোরেটরিতে অতি গোপনে রাসায়নিক মারণাস্ত্র বানানোর প্রক্রিয়া চলছে। সেখান থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। সি-ফুড মার্কেটের ব্যাপারটা নেহাতই চোখে ধুলো দেওয়ার চেষ্টা। আর এই বিষয়টি জানে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সব জেনেও গোটা বিষয়টাকে কৌশলীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

ড. ফ্রান্সিস বলেন, সার্স ও ইবোলা প্রাণঘাতী হয়ে ওঠার পরে অভিযোগের আঙুল ওঠে এই গবেষণাগারের দিকেই। রোগ প্রতিরোধ নয়, বরং প্রাণঘাতী জৈব অস্ত্র বানাতেই মত্ত গবেষকরা। যার পরিণিতি এই মহামরি। এত মানুষের মৃত্যু।

নোভেল করোনাভাইরাসকে রাসায়নিক মারণাস্ত্র দাবি করেছিলেন মার্কিন সিনেটর টম কটনও। তিনি বলেন,  চীন জীবাণুযুদ্ধের জন্য বানাচ্ছিল ওই ভাইরাস। এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কথাটা লুকোতে চাইছেন। কারণ  আন্তর্জাতিক আইনে জীবাণুযুদ্ধ নিষিদ্ধ। তারা ওই নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন। বিষয়টি জানাজানি হলে শাস্তির মুখে পড়তে হবে।

Coronavirus made in China’s lab – Scientists first infected: Britain

Earlier, the task force made such allegations at a White House discussion meeting. This time, Britain is in tune with them. Prime Minister Boris Johnson has set up an Emergency Commission to handle the Corona situation in the country.

A British newspaper, the Daily Mail, quoted a Cobra Commission official as saying, “As scientists say, germs in the province of Wuhan are not being blown out.”

The Chinese embassy in Britain says such allegations of bitterness are baseless. The Chinese ambassador to the country has said, ‘This allegation is completely false. China is also very worried about this change in the world. Instead, China is trying to help every country in the world. They accuse them of being dishonored, rather than respecting their efforts.

The Daily Mail cites a report by Chinese newspaper People’s Daily China in 2018 that the Coronavirus has spread from its laboratory in Wuhan, China. According to the report, the Chinese Virology Institute is investigating a virus that is more dangerous than Ebola. So it is assumed that this virus does not make the virus. Made from China’s lab, which has spread worldwide. The whole world has stopped the economy.

Israeli and US scientists spoke on behalf of the Coronavirus claiming biological weapons.
One of the leaders of the chemical weapons disarmament organization is a professor of law at the University of Illinois College. Francis Boyle said his initiative passed the ‘Biological Weapons Anti-Terrorism Act’ bill in 1998. Dr. Novel Coronavirus is not just a virus infection, Dr. Francis.

Supporting the claims of Israeli intelligence and microbiologists said. Francis Boyle said the process of fabricating chemical pesticides was under way at the Biosafety Level Four Laboratory of the Wuhan Institute of Virology.

The virus spread from there. C-food market is an attempt to dust the eye. And the World Health Organization (WHO) knows this. Despite all this, the whole thing is trying to smash it strategically.

Dr. Francis said that after the death of Sars and Ebola, the accusation finger went towards the laboratory. Researchers are not only immune to disease, but also to make lethal biological weapons. The result of this epidemic. So many people die.

US Senator Tom Cotton also called on chemical marijuana for Novel Coronavirus. He said that the virus was created by China for germ warfare. Now, Chinese President Xi Jinping is trying to hide it. Because international law prohibits germ warfare. They were experimenting with that. If you know about the matter, then you have to face punishment.

World Corona Virus Update

Corona Virus Update in Bangladesh

Corona virus infected 14 million 30 thousand 660 in 24 hours in the world

"World Corona Virus Update""World Corona Virus Update"

Source: Daily Mail

Corona VirusLive UpdateBD

Click & World update of the Corona virus here

More News:

Corona virus infected 14 million 30 thousand 660 in 24 hours in the world

Kurigram sent 57 prisoners to release them from jail

Jubo League leader sticks people in Tangail (Video)

Corona virus infected 13 million 60 thousand 355 in 24 hours in the world