Coronavirus Update in Bangladesh Fire Service

Coronavirus Update in Bangladesh Fire Service. 141 members of the fire service were affected by the corona. As of Tuesday (June 09) morning, 141 people had been reported infected.

Shahjahan Sikder, a media cell official at the fire service headquarters, said this.

 fire service pic

Officer in charge of the Department of Fire Service and Civil Defense. Shahjahan Sikder confirmed the matter to reporters. He added that 54 of the affected members have returned home healthy and the remaining 78 have been quarantined. 54 have been kept in isolation and one is being treated at a hospital.

It is known that 18 of the victims were from Siddique Bazar Fire Station, 7 from Dhaka Central Control Room, 9 from Sadarghat Fire Station.
19 from Tejgaon Fire Station, 17 from different branches of the Department, 7 from DEP Jet Fire Station (Savar), 4 from Khilgaon Fire Station, 11 from Hazaribagh Fire Station, 4 from Chittagong Lamar Fire Station, 8 from Savar Fire. At the station, 6 people have been housed and the rest have been placed in institutional quarantine at various places.

Besides, all the victims are healthy. If their health does not improve or deteriorates, they will need to be isolated or hospitalized.

See details below …..

More News:

Akij Group Job Circular 2020

ACI Job Circular 2020

Deshbandhu Group Job Circular 2020

Coronavirus Update in Bangladesh Fire Service

ফায়ার সার্ভিসের ১৪১ সদস্য করোনায় আক্রান্ত এবং সুস্থ্য হয়েছে ৫৪ জন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৪১ জন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । মঙ্গলবার ( জুন ০৯) বিকেল পর্যন্ত ১৪১ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে । ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার এই তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. শাহজাহান শিকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকী ৭৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । ৫৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ৭ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের,
১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ১৭ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৭ জন ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের,৮ জন সাভার ফায়ার স্টেশনের,৬ জনকে বাসায় রাখা হয়েছে এবং বাকীদের বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

এছাড়া আক্রান্তদের মধ্যে সকলেই সুস্থ্য রয়েছে । স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে বা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত হবে ।

 Source: Online/ SomoyNewsTV /JagoNews24

Corona Virus –Live Update–BD

Click & World update of the Corona virus here