Coronavirus Update in Bangladesh Police

Coronavirus Update in Bangladesh Police. 12,780 police officers were infected with corona and a total of 50 died. In the country, 198 new policemen were infected with coronavirus (Covid-19) in 24 hours till Monday (July 13). So far, the number of coronavirus cases in the police force has risen to 12,780.

This information was given in a notification of the police headquarters on Monday (July 13) at noon.

Last Sunday (july 13) this number was 12,582 people. So far, 50 people have died of the infection. The Dhaka Metropolitan Police (DMP) has recorded the highest number of attacks and deaths.

It is learned that only Dhaka Metropolitan Police (DMP) has attacked 2,434 people and In the last 24 hours, 10 more DMP members have been affected. The number was 2,193 on Thursday. All of the victims are officers on duty at the field level.

Bangladesh Police picture

 

Besides, the police officers on duty have been attacked only in Dhaka and its environs. Senior police officials said the reason for the high number of virus attacks in the police force was that many members had to stay together. Therefore, in order to protect the police force, various places including hotels, schools and colleges have been fixed by increasing their accommodation. The idea is that the disease is more prevalent because of the large number of people living together.

At present, police officers have to perform their duties in the hotspot marked areas including Dhaka. In the affected areas of Dhaka, Narayanganj and Gazipur, the police officers have to take part in the burial of the deceased along with distributing relief in the field. Due to these reasons, the police officers are coming in contact with the infected person in Corona and getting infected themselves.

See details below …..

More News:

Bangladesh Army Job circular 2020

Saptahik Chakrir Khobor Newspaper 10 July 2020

Ministry of Labour and Employment Job Circular 2020

Corona Virus Update in Bangladesh

 “  ১২,৭৮০ জন পুলিশ অফিসার করোনা সংক্রামিত এবং মোট মৃত্যু হয়েছে ৫০

দেশে গত ২৪ ঘন্টায়  (১৩ জুলাই ) নতুন করে ১৯৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত করোনা ভাইরাসে পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৭৮০ জনে।

আজ সোমবার (১৩ জুলাই ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

গত রবিবার (১২ জুলাই ) এই সংখ্যা ছিল ১২,৫৮০ জন। এখন পর্যন্ত সংক্রামিত হয়ে মারা গেছে ৫০ জন।

জানা যায়, শুধু ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩৪ জন এবং গত ২৪ ঘণ্টায় ডিএমপির আরও ১০ সদস্য আক্রান্ত হয়েছেন । গত বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২,১৯৩ হাজার জন। আক্রান্তদের মধ্যে সবাই মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তা রয়েছে ।

এছাড়া শুধু ঢাকা ও ঢাকার আশে পাশে অঞ্চলেই দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বেশি আক্রান্ত হয়েছে । পুলিশের উচ্চপদস্থ কর্ককর্তারা বলেন, পুলিশ বাহিনীতে ভাইরাসের আক্রমন বেশি হওয়ার কারন হচ্ছে এক সাথে অনেক সদস্যদের থাকতে হয় । এজন্য পুলিশ বাহিনী রক্ষার্থে এদের থাকার যাইগা বৃদ্ধি করে বিভিন্ন হোটেল, স্কুল-কলেজসহ বিভিন্ন ফাকা স্থান ঠিক করা হয়েছে । ধারনা করা হচ্ছে, একসাথে অনেকের থাকার ব্যবস্থার হওয়াতেই এই রোগ বেশি ছড়িয়ে পড়েছে ।

বর্তমানে ঢাকাসহ তার আশেপাশের হটস্পট চিহ্নিত এলাকায় পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে । ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের আক্রান্ত স্থান গুলোতেই মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে ত্রাণ বিতরণসহ মৃত ব্যক্তির দাফনে অংশ নিতে হচ্ছে । এসব কারনেই পুলিশ কর্মকর্তারা করোনায় সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসে নিজেরাও সংক্রামিত হচ্ছে ।

পরবর্তিতে একজন আক্রান্ত পুলিশ সদস্য একাধিক ব্যক্তির সংস্পর্শে এসে বাকীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ।

BD Police picture

এর আগে, গাজীপুরে দুই থানায় একসাথে ৩২ জন পুলিশ সদস্য এবং নারায়ণগঞ্জে ৩৯ জন র‍্যাব কর্মকর্তা করোনায় সংক্রামিত হয়েছিল ।

জানা যায়, করোনা আক্রান্ত সন্দেহে আরও ৫ হাজার ০২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১৩ হাজার ৮০৪ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পুলিশ সদর দফতর হতে জানা যায়, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট  ৯ হাজার ১৯০ জন পুলিশ সদস্য।

করোনায় আক্রান্ত হয়ে যে ৫০ জন মৃত্যু বরণ করেছে এদের মধ্যে চারজন ডিএমপি’র ও একজন এসবি’র সদস্য। তারা হলেন- পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩) , পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পিওএমের এএসআই রঘুনাথ রায়। পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) , নেকাব্বর হোসেন (৪৫) । গত রোববার (২৪ মে) সকালে মারা গেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর (পরিদর্শক) রাজু আহমেদ (৪০)। ঢাকা মহানগর পুলিশের মিরপুরের পল্লবী জোনের নিরোদ চন্দ্র মন্ডল (৫২) নামে এক সিভিল স্টাফ। বাকী পুলিশ সদস্যের পরিচয় আমাদের হাতে নেই ।

এদিকে গত সোমবার (৪ মে) রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) শাখার কনস্টেবল তোফাজ্জল হোসেন করোনা হতে পারে এই আশঙ্কায় ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা সাংবাদিকদের জানিয়েছেন, ‘জনগণের সুরক্ষায় বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে কর্মরত আছে। করোনা ভাইরাস সংকট কাটিয়ে না উঠা পর্যন্ত পুলিশ বাহিনী মাঠে থেকে জনগনের সুরক্ষা দিবে । দায়িত্ব পালনে পুলিশ সর্বদা এগিয়ে যাবে ।

পুলিশ বাহিনীর সুরক্ষার বেপারে ইতিমধ্যেই বিভিন্ন প্রদক্ষেপ নেওয়া হয়েছে । তাদের মধ্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে । প্রত্যেকটা পুলিশ সদস্যদের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করা হয়েছে ।

এছাড়া  তারা যেসব অফিস ও ব্যারাকগুলোতে থাকছে সেখানে পর্যাপ্ত জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে । হাসপাতালগুলোতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আক্রান্তদের পরিবারের সদস্যদের খোজখবর রাখা হচ্ছে । প্রতিটা পুলিশ সদস্যদের স্বাস্থ্য অধিদফতরের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে ।

এছাড়া এমন দুর্যোগপূর্ণ সময়ে পুলিশ বাহিনী শুধু জনগণের সুরক্ষায়ই নিজেদের উৎসর্গ করছে না, বরং একসাথে কর্মরত একে অন্যের প্রতি সহযোগিতায় এগিয়ে আসছেন পুলিশ সদস্যরা । তেমনি এক দৃষ্টান্ত করেছে কনস্টেবল বাহাউদ্দীন । সে একাই ভাইরাসে আক্রান্ত ৮০ জন সহকর্মীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন। সে এখন পুলিশের প্রশংসায় ভাসছে ।

Coronavirus Update in Bangladesh Police

Later, an attacked policeman came in contact with more than one person and spread it among the rest.

Earlier, 32 policemen in two police stations in Gazipur and 39 RAB officers in Narayanganj were infected with corona.

It is learned that another 5,002 people have been kept in isolation on suspicion of coronary heart disease. 13,406 officers have been quarantined for coming in contact with the victims.


A total of 9,190 police personnel have returned home after recovering from the attack, according to police headquarters.

Of the 50 people who died of corona, four were members of the DMP and one was a member of the SB. They are- SI Nazir Uddin (55) of the special branch of the police, ASI Md. Abdul Khaleq (35), DMP constable Jasim Uddin (40), traffic department constable. Ashek Mahmood (43), POM’s SI Sultanul Arefin and POM’s ASI Raghunath Roy. Sub-Inspector of Police (SI) said. Mojibur Rahman Talukder (56), Nekabbar Hossain (45). Raju Ahmed, 40, an inspector of the Counter Terrorism Unit of the Dhaka Metropolitan Police (DMP), died on Sunday (May 24) morning. A civil staff of Dhaka Metropolitan Police named Nirod Chandra Mandal (52) of Pallabi Zone, Mirpur.We do not have the identities of the remaining policemen.

Meanwhile, Tofazzal Hossain, a constable of the Special Branch (SB) branch of the police in Khilgaon in the capital, committed suicide by jumping from the roof on Monday (May 4).

Assistant Inspector General of Police (AIG) Sohail Rana told reporters, “More than two lakh members of Bangladesh Police are working in the field to protect the people.” The police force will protect the people from the field until the corona virus crisis is overcome. The police will always go ahead in carrying out their duties.

Various measures have already been taken for the security of the police force. Masks and hand gloves have been provided among them. More awareness has been raised among every police member.

Adequate disinfectants are also being used in the offices and barracks where they live. Maximum treatment of police members is being ensured in hospitals. Family members of the victims are being traced. Each police member has been instructed to follow the hygiene rules given by the health department.

Besides, in such a catastrophic time, the police force is not only devoting itself to the protection of the people, but also the members of the police are working together and cooperating with each other. Constable Bahauddin has given such an example. He alone rushed 80 colleagues infected with the virus to the hospital by ambulance. He is now floating in praise of the police.

 Source: Online/jagoNews24 / Somoyerkonthosor

Corona VirusLive UpdateBD

Click & World update of the Corona virus here